মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

দেশে করোনায় নতুন সংক্রমণ ১৩, প্রাণহানি নেই

দেশে করোনায় নতুন সংক্রমণ ১৩, প্রাণহানি নেই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এদিন পরীক্ষাকৃত প্রতি ১০০টি নমুনার মধ্যে শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।


প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ