বাংলাদেশ আমজনগণ পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন।


রতন চন্দ্র দেবনাথ কে আহ্বায়ক ও শাহাবুদ্দিন কে সদস্য সচিব করে বাংলাদেশ আমজনগণ পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সদ্য দায়িত্ব পাওয়া দলটির সদস্য সচিব শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব করার জন্য বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম কে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমজনগণ পার্টি ব্রাহ্মণবাড়িয়ার জনগণের দাবি আদায়ে কাজ করবে’। তিনি এ সময় সকলকে পাশে থাকার অনুরোধ জানান।
৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামীদিনে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টির নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। সেই থেকে দলটি সারা দেশে দলীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
