নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিপুল দেশীয় মদ, আটক ১


পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
সোমবার রাতে জেলা শহরের ধাক্কামারা এলাকায় স্কুলের ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করা হয়।
এ সময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী পালিয়ে গেছেন।
মাদক ব্যবসায়ী জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েত পাড়া এলাকায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পৌর খালপাড়া এলাকায় একটি বাসা থেকে ইনজেকশন জাতীয় মাদক প্যাথারিন ৪৯ পিছ, বিভিন্ন ব্যান্ডের বাটন মোবাইল ২৩ টি এবং অ্যান্ড্রয়েড ফোন ৪ টি উদ্ধার, নগদ ৪ হাজার টাকা পূর্বক জব্দ করা হয়।
পরে আটক হওয়া মাদক ব্যবসায়ী জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ ঘটনায় সোমবার রাতে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এতে আটক জাহিদুল, পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী সহ তিনজনকে আসামী করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, আটক জাহিদুলকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সময় একজনকে আটক করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
