রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনায় যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা সোমবার

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনায় যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা সোমবার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে চার সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে দলটি সোমবার (২৮ জুলাই) ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শুল্ক হ্রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মার্কিন বাণিজ্য পরিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগামী ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “আমাদের আশা, এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমবে এবং ভারতের ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ আরও সুবিধাজনক অবস্থানে আসবে।”

সরকার এর আগে দুই দফায় এ বিষয়ে আলোচনা করেছে, এবং এবারকার তৃতীয় দফা আলোচনায় বিষয়টি আরও গঠনমূলক অগ্রগতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই উদ্যোগের মাধ্যমে রপ্তানিকারকদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন