বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল


রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিএনপি এখন নতুন দৃষ্টিভঙ্গিতে পথ চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু: সম্ভাবনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, “বিএনপি শুধুমাত্র রাজনীতিক নয়, বরং ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে।”
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “এসব বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি জনগণের মধ্য থেকেও দাবি উঠতে হবে।”
ফখরুল বলেন, “বিএনপি এখন একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটিকে কাজে লাগিয়ে সফল হওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে। এই প্রস্তাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই তুলেছিলেন।”
জনগণের ঐক্যকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, একাত্তর ও ২০২৪ সালে তার প্রমাণ মিলেছে।”
সংস্কারমূলক রূপান্তরের বিষয়ে বিএনপি আগে থেকেই প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যা রাষ্ট্রগঠন ও সংস্কারের রূপরেখা।”
