রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে নতুন ৬টি ও সংশোধিত ছয় প্রকল্প অনুমোদন খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলি বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল
  • ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হিট, স্কারলেটের ঝলক বক্স অফিসে

    ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হিট, স্কারলেটের ঝলক বক্স অফিসে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রেসের ঘোড়ার মতো ছুটছে স্কারলেট জোহানসন অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ২ জুলাই মুক্তি পাওয়া এ সিনেমা এরই মধ্যে ব্যবসা করেছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। মুক্তির পর থেকে প্রায় প্রতি দিনই দ্রুতগতিতে ঘুরছে সিনেমাটির বক্সঅফিস রিপোর্টের কাঁটা। মাত্র ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত গ্যারেথ এডওয়ার্ড পরিচালিত সিনেমাটি আবারও চাঙ্গা করল স্কারলেটের ক্যারিয়ার।

    এর আগে গত ছয় বছরের মধ্যে ২০১৯-এর ২৪ অক্টোবর মুক্তি পাওয়া ‘জোজো র‌্যাবিট’ ছিল তার সর্বশেষ ব্যবসাসফল সিনেমা। তাইকা ওয়েইতি পরিচালিত ওই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল মাত্র ১৪ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার।

    এরপর ২০২১ সালে মুক্তি পাওয়া কেইট শর্টল্যান্ড পরিচালিত ব্ল্যাক ‘উইডো’ সিনেমাটি কোনোমতে পুঁজি তুলে কিছুটা লাভের মুখ দেখেছিল। সুপারহিরো বেইজ্ড ওই সিনেমা দুরন্ত ব্যবসা না করলেও সুপারহিরো হিসাবে তাকে প্রতিষ্ঠা দিয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন কমেডি ড্রামা ‘অ্যাস্টারয়েড সিটি’র ব্যবসাও তার ক্যারিয়ারকে কিছুটা স্বস্তি দিয়েছিল।

    ওয়েস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল ওই বছরের কান চলচ্চিত্র উৎসবে। ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিনেমাটি আয় করেছিল প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছয় বছরে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল ক্রিস্টিন স্কট থোমাস পরিচালিত কমেডি ড্রামা ‘মাই মাদার্স ওয়েডিং’, ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ব্ল্যাক কমেডি ‘দ্য ফোনেসিয়ান স্কিম’।

    শেষোক্ত সিনেমাটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলেও স্কারলেট অভিনেত্রী হিসাবে তেমন আলোচনায় আসেননি। কারণ, এ বছর কান উৎসবে মুক্তি পেয়েছে পরিচালক স্কারলেট জোহানসনের প্রথম সিনেমা ‘ইলিনর দ্য গ্রেট’। এটি নিয়ে দারুণভাবে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী।

    ৯০ বছর বয়সি এক বৃদ্ধার প্রেমে হাবুডুবু খাওয়া ১৯ বছরের যুবকের নানা কর্মকাণ্ড নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। আর এ কারণেই এটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

    বর্তমানে স্কারলেটকে নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমাকে ঘিরে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র জোরা বেনেটের ভূমিকায় অভিনয় করেছেন স্কারলেট। তার সঙ্গে আরও অভিনয় করেছেন- মাহেরশালা আলি, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড, লুনা বেইজি প্রমুখ।

    ডাইনোসর সিরিজের সিনেমা হওয়া এ থ্রিলারের প্রতি এরই মধ্যে দর্শকের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। যে গতিতে বক্সঅফিসে সিনেমাটি এগোচ্ছে-তাতে ধারণা করা হচ্ছে, এটি মাস দুই-একের মধ্যে ১ হাজার মিলিয়নের ম্যাজিক লাইন অতিক্রম করবে। ফ্লপ কমেডি ড্রামা অ্যাডভেঞ্চার সিনেমা ‘নর্থ’-এর মাধ্যমে ১৯৯৪ সালে একটি গৌন চরিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন স্কারলেট। মূল চরিত্রের অভিনেত্রী হওয়ার জন্য তাকে বেশি অপেক্ষা করতে হয়নি। মাত্র দুবছর পরই নায়িকা চরিত্রে অভিনয় করেন লিসা ক্রুজার পরিচালিত ‘মেনি অ্যান্ড লো’ সিনেমায়। কোনোমতে এটি পুঁজি তুলে এনেছিল।

    এ সিনেমায় অভিনয়ের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড-এ মূল চরিত্রের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার না পেলেও এ মনোনয়ন তার কাজের গতি বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। একের পর এক হলিউডকে উপহার দিতে থাকেন ‘দ্য হর্স হুইসপারার’, ‘গোস্ট ওয়ার্ল্ড’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘দ্য প্রেস্টিজ’, ‘স্কুপ’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘ক্যাপ্টেইন আমেরিকা’র মতো সিনেমাগুলো। তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। মাত্র ৪০০ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিনেমাটি আয় করেছে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

    এদিকে গায়িকা হিসাবে স্কারলেট জোহানসনের ক্যারিয়ার অনেকটাই থমকে গেছে। মৌলিক গানে তার খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। ফিচার সঙ নিয়ে এগোচ্ছে তার সংগীত ক্যারিয়ার। হয়তো অভিনয়ের কারণেই গানের গতি কমে গেছে তার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: