রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে নতুন ৬টি ও সংশোধিত ছয় প্রকল্প অনুমোদন খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলি বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল
  • নীলফামারিতে অতিথি মঞ্চে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আ.লীগের নেতা

    নীলফামারিতে অতিথি মঞ্চে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আ.লীগের নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমারে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে এই অনুষ্ঠানে অতিথি মঞ্চে সরকারি কর্মকর্তার পাশাপাশি একজন আওয়ামী লীগ নেতাকে উপস্থিত দেখতে পেয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) বিকেলে ডোমার চ্যাম্পিয়ন লীগ (ডিসিএল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী সহ আরও কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা। তবে আলোচনার কেন্দ্রে চলে আসে অতিথি তালিকায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের উপস্থিতি।

    অনুষ্ঠানের অতিথি মঞ্চে সরকারি কর্মকর্তাদের সাথে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন কে। এই বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, এই জুলাই মাসেই,,,,,জুলাই আন্দোলনের যোদ্ধাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কিভাবে একজন ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর সেখানে স্থান পায়?

    স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. সোহেল রানা জানান, "ইলিয়াস হোসেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত সেটা এলাকায় কারো অজানা নয়। ইতিপূর্বে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, মিছিল মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের ছবি এখনো ফেসবুকে রয়েছে। এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশাসন একই মঞ্চে প্রোগ্রাম করে বিষয়টি সত্যি অনেক প্রশ্নের জন্ম দেয়।"

    এ বিষয়ে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহির মিলন অভিযোগ তুলে বলেন, "জুলাই আন্দোলনের বিরোধী ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর কোনো অনুষ্ঠানে অতিথির চেয়ারে থাকুক সেটা কোনোভাবেই কাম্য নয়। এসব ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধীকবার জানানো হয়েছে এরপরেও তারা কেন একই মঞ্চে তা আমার জানা নেই।"

    ডোমার চ্যাম্পিয়ন লীগ (ডিসিএল) টুর্নামেন্ট এর ফজলে রাব্বি নামের এক আয়োজক বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে জানান, "ইলিয়াস হোসেনকে অতিথি করা হয়েছে এ ব্যাপারে আমি জানতাম না।

    ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, "এটি উপজেলা প্রশাসনের কোনো প্রোগ্রাম নয়। ডোমার উপজেলায় ইউএনও হিসেবে আমার যোগদানের বেশী দিন হয়নি, অনেকের ব্যাপারে তেমন জানিনা। আমন্ত্রন পেয়ে সেখানে গিয়েছি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন