মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ একাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি ভারতের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই।”

এই মানবিক বার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ভারতের সংহতি ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোদি বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

এদিন দুপুর ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। পরক্ষণেই তা বিধ্বস্ত হয়। আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটের ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন