মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ইসরায়েলি প্রধানমন্ত্রীর হঠাৎ অসুস্থতা, খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর হঠাৎ অসুস্থতা, খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

    রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই প্রধানমন্ত্রী শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। ফলে দ্রুত রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ দেওয়া শুরু হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন নিজের বাসভবনে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন।’

    এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। শুধু তাই নয়, গত বছরের শেষ দিকে মূত্রনালির সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করতে হয়েছিল। এসব শারীরিক জটিলতা সত্ত্বেও নেতানিয়াহু তার দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তার দপ্তর।

    আরো পড়ুন : গাজায় মানবিক বিপর্যয় চরমে: ক্ষুধায় একদিনেই ১৮ জনের মৃত্যু

    বিশ্ব রাজনীতির এক বিতর্কিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিত নেতানিয়াহু বর্তমানে গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের দায়িত্ব সামলাচ্ছেন। তার হঠাৎ অসুস্থতা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    তবে কার্যালয়ের আশ্বাস, নেতানিয়াহু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনে চিকিৎসক দল তাকে হাসপাতালে নেবেন। আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে পুরোপুরি ফিরবেন বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন