সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন