নরসিংদীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ছয় বছরের সুমাইয়া


নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছয় বছরের শিশু সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, হঠাৎ করে মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা সুমাইয়া আগুনে পুড়ে প্রাণ হারায়।
ঘটনার সময় শিশুটির বাবা মনির হোসেন মাছ ধরতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ছিলেন, আর মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে গিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দরিদ্র এই পরিবারটি একদিকে বাড়ি হারিয়েছে, অন্যদিকে হারিয়েছে আদরের সন্তানকে। তাদের এই শোকাবহ পরিস্থিতিতে সমাজের সহৃদয়বানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নতুন/কাগজ/সালাহউদ্দিন/নরসিংদী
