বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট নিয়ে মানববন্ধন

বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট নিয়ে মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাটি ভরাট সংক্রান্ত অভিযোগ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

আজ (২৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের মাঠে সুষ্ঠুভাবে মাটি ভরাট না করে তা অসমতলভাবে ফেলে রাখা হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডে শুধু মাঠের সৌন্দর্য নষ্ট হয়নি, বরং শিশুদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় খেলাধুলার ক্ষেত্রটিও সংকুচিত হয়ে পড়েছে।

এ বিষয়ে অভিভাবক হোসেন মিয়া, বলেন, “আমার সন্তান এই স্কুলে পড়ে। মাঠে এখন ঠিকমতো হাঁটাও যায় না। খেলাধুলা দূরের কথা।” তিনি এ ঘটনায় দ্রুত তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একইভাবে স্থানীয় সমাজকর্মী আবুল কালাম বলেন, “বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা নয়, এটি গ্রামীণ জনজীবনের অংশ। এখানে মাটি ভরাটে অনিয়ম হলে, তার প্রভাব পুরো গ্রামে পড়ে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে তাদের কষ্টের কথা তুলে ধরে। “আমাদের মাঠ ফিরিয়ে দাও”, “খেলার জায়গা চাই”, “সঠিকভাবে মাটি ভরাট চাই” – এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় মাঠে স্থানীয় একটি উন্নয়ন প্রকল্পের আওতায় মাটি ফেলা হয়। কিন্তু সঠিক পরিকল্পনা ও তদারকি না থাকায় মাটি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাদায় পরিণত হয়, ফলে শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, হেঁটেও চলা দুঃসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, মাঠের অবস্থা দ্রুত সুষ্ঠুভাবে সংস্কার করে শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন