মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার পাশে ইউএনও সুমনা আইরিন


বাগেরহাটের ফকিরহাটে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে তাকে এ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সার্বক্ষণিক দেখাশোনার জন্য সুমি হাওলাদার নামে এক নারী উদ্যোক্তাকেও পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২৪- ২৫বছর আগে অজ্ঞাতপরিচয় এই বৃদ্ধা ফকিরহাটে আসেন। বয়স আনুমানিক ৭৫ বছর। এরপর থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা মোড় ছিল তার প্রধান অবস্থান। কখনো টিনের ছাউনির নিচে, কখনো খাটের উপর খোলা আকাশের নিচেই ছিল তার বসবাস। কারও দেওয়া খাবারেই চলতো তার দিন।
সম্প্রতি তার এক পায়ে পচন ধরেছে বলে স্থানীয়দের নজরে আসে। বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি সরাসরি গিয়ে তাকে দেখেন এবং চিকিৎসার দায়িত্ব নেন।
ইউএনও সুমনা আইরিন জানান, বৃদ্ধাটিকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকেও সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, হাসপাতালে বৃদ্ধার দেখভালের জন্য একজন নারী উদ্যোক্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিষয়টি জানানো হয়েছে।
এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন এবং তাকে ‘মানবিক প্রশাসক’ আখ্যা দিয়েছেন।
