বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

র‍্যাবের হাতে আটক ভোলার সাংবাদিক নির্যাতনকারী ৩ সন্ত্রাসী

র‍্যাবের হাতে আটক ভোলার সাংবাদিক নির্যাতনকারী ৩ সন্ত্রাসী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোলায় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীদের আটক করেছে  র‍্যাব। শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ কালিমুল্লাহ (৫০), মোঃ হাবিবউল্লাহ খোকন (৩৫), মোঃ শাকিল (৩০) উল্লেখ্য আটককৃত আসামীরা গত ৪ মার্চ মঙ্গলবার একদল সন্ত্রাসী বাহিনী সহ ভোলা শহরের খালপাড় এলাকায় একটি দোকান ঘর দখল করতে যায়।

 এমন খবর পেয়ে সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন সন্ত্রাসী বাহিনী। এতে আহত হন ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, সাংবাদিক লিটন শেখসহ আরো ৩/৪ জন গণমাধ্যম কর্মী। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ঘটনায় ভোলা থেকে প্রকাশিত অনলাইন ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন ভোলা সদর মডেল থানায় ৪ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জন সহযোগী আসামী উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে ভোলা সদর মডেল থানা। মামলা নং- ৪/১১৯, তারিখ- ৪/৩/২০২৫। মামলা হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হলে সকলের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। সমালোচনার ঝড় উঠে সর্বমহলে। গত বৃহস্প ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাধারন মানুষ। তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। কিন্তু আসামীরা প্রভাবশালী সন্ত্রাসী হওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভোলায় দায়িত্বরত  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৮ এ আসামীদের গ্রেফতারের জন্য অধিযাচন পত্র পাঠায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে অধিযাচনপত্র পেয়ে আসামীদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাব। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ও ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে। আসামীদের গ্রেফতারের পর র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে আবগত করেন। পরে আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে আসসমীদের গ্রেফতারে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সাহসী ভুমিকায় স্বস্তি জানুয়েছে আহত সাংবাদিক ও তাদের পরিবার। অন্যদিকে ভোলায় কর্মরত সাংবাদিকরা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


জেলা প্রতিনিধি, ভোলা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: