বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নড়াইলের গোবরা বাজার এলাকার শিংগা শোলপুর ইউনিয়নে বিএনপির অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে ও শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপিকর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলী।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বেশ কয়েকজন নেতাকর্মী বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে তিন নেতাকর্মী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর দুজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে নিউটন গাজী বলেন, অফিসে বেশ কয়েকজন বসে গল্প করছিলাম। এ সময় দুর্বৃত্তরা আমাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। আমিসহ ৩জন আহত হয়।

তিনি অভিযোগ করেন, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তার লোকজন এ হামলা চালিয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, রাত ১০টার দিকে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২ জনকে এখানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


জেলা প্রতিনিধি, নড়াইল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: