শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

এক লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া ফের শুরু

এক লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া ফের শুরু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আবারও শুরু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টা থেকে প্রার্থীরা পুনরায় অনলাইনে আবেদন করতে পারছেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তারা আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন।

এর আগে, গত বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সিদ্ধান্ত নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ১ লাখ ৮২২টি শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন কার্যক্রম শুরু হয়েছিল ২২ জুন এবং এটি চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত।

আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। তবে কারিগরি ত্রুটির কারণে কিছু সময়ের জন্য আবেদন বন্ধ ছিল, যা এখন পুনরায় চালু করা হয়েছে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন