গোয়াইনঘাটে এনসিপির ৬ নেতার পদত্যাগ


সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি প্রকাশ হওয়ার ১ দিন পর থেকে পদত্যাগ করছেন নেতা কর্মিরা।
গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে দিন দিন অসন্তোষ ক্রমশ বাড়ছে। ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় আরও চার নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে মোট ছয়জন নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন ।ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল রোববার (২০ জুলাই) গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজের কাছে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।
এর আগে, গত (১২ জুলাই) এনসিপি’র কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম'র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলায় ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার একদিন পরই ১৩জুলাই সদস্য ফাহিম আহমদ এবং পরদিন ১৪জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে ফাহিম ও নাদিম কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজ একাধিক নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় প্রথমে ফাহিম আহমদ ও নাদিম মাহমুদ পদত্যাগ করেন। এরপর রোববার (২০ জুলাই) আরও চারজন নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
