নবীনগরে জুলাইয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা


জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই মাস স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক আনোয়ার হোসাইন।
আলোচনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল। তিনি বলেন, 'জুলাই মাস আমাদের গণতন্ত্র, অধিকার এবং মুক্তির প্রতীক। এই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান আমাদের শেখায়—স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।"
আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ শায়খ মোহাম্মদ আবুল খায়ের।
এ সময় অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবী বলেন,"শিক্ষার্থীদের মাঝে ইতিহাস চেতনা গড়ে তুলতে এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।"
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর ও শ্রদ্ধাবনত পরিবেশে সম্পন্ন।
