আন্তর্জাতিক উত্তেজনায় স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণে ঝুঁকছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৫২ দশমিক ১৯ ডলার। ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণ বিক্রি হয় ৩ হাজার ৩৫৮ দশমিক ৭০ ডলারে।
বিশ্লেষকদের মতে, ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি কোনো বাণিজ্য চুক্তিতে না পৌঁছায়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার বা তারও বেশি হতে পারে।
এর আগে ১২ জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন—ইইউ ও মেক্সিকো থেকে আমদানিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করা হবে, কারণ বাণিজ্য আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আবারও বেড়েছে।
এদিকে, দেশের বাজারে ৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এখনো সে দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।
বর্তমানে স্বর্ণের ভরিপ্রতি দাম (বাংলাদেশে)
- ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা
- ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা
- ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা
দৈএনকে/জে, আ
