মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

ফিনালিসিমা আয়োজনে আগ্রহী উরুগুয়ে, টার্গেট মেসি বনাম স্পেন

ফিনালিসিমা আয়োজনে আগ্রহী উরুগুয়ে, টার্গেট মেসি বনাম স্পেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কোপা আমেরিকা ও ইউরো জয়ের পর দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই মানেই ‘ফিনালিসিমা’। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এখনও নির্ধারিত হয়নি চূড়ান্ত ভেন্যু।

প্রথমদিকে সম্ভাব্য আয়োজক হিসেবে আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরবের নাম। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় এগিয়ে এসেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের ঐতিহ্যবাহী কেন্দ্রস্থল—উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়াম।

দক্ষিণ আমেরিকার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই ঐতিহাসিক ভেন্যুতে ফিনালিসিমা আয়োজনের বিষয়টি এখন গুরুত্ব সহকারে বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উরুগুয়ের ফুটবল ইতিহাসে বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়ামকে বেছে নেওয়া হলে তা এক অনন্য আবহ সৃষ্টি করবে, এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

উরুগুয়ের ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই ২০২৬ ফিনালিসিমা আয়োজনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। মন্টেভিডিওর ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। উল্লেখ্য, ১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপের ভেন্যু ছিল এই স্টেডিয়াম। শতবর্ষ উদযাপন উপলক্ষে ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে এখানেই। এরপর বাকি টুর্নামেন্টের ম্যাচগুলো ছড়িয়ে পড়বে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে।

ফিনালিসিমার মতো মর্যাদাপূর্ণ ম্যাচ ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আয়োজনের প্রস্তাবকে অনেকেই দেখছেন ‘ঐতিহ্য আর আধুনিকতার মিলন’ হিসেবে। কারণ, স্টেডিয়ামটির বড় সংস্কার কাজ শুরুর আগে এটি হতে পারে শেষ আন্তর্জাতিক ম্যাচ—যা আরও আবেগঘন করে তুলছে সম্ভাব্য আয়োজনটিকে।

যদিও এখনো ভেন্যু নিশ্চিত হয়নি, তবে উরুগুয়ের ক্রীড়া কর্তৃপক্ষ ইতোমধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে আয়োজনের সব প্রস্তুতি শুরু করে দিয়েছে।

২০২২ সালের ফিনালিসিমায় লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে ইউরো ২০২৪-এর নতুন চ্যাম্পিয়ন স্পেনের।

এই ম্যাচ আয়োজনের বাস্তবভিত্তিক পরিকল্পনা এগিয়ে যায় ২০২৪ সালের মে মাসে, আসুনসিওনে অনুষ্ঠিত ফিফার ৭৫তম কংগ্রেসে। সেখানেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজানের মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার পথ ধরেই এখন ফিনালিসিমা আয়োজনের দিকেই এগিয়ে যাচ্ছে দুই চ্যাম্পিয়ন দলের এই মহালড়াই।


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন