মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

বাংলাদেশের খেলা উপলক্ষে আজ ঢাকায় চলবে অতিরিক্ত মেট্রোরেল

বাংলাদেশের খেলা উপলক্ষে আজ ঢাকায় চলবে অতিরিক্ত মেট্রোরেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) আনা হয়েছে বিশেষ পরিবর্তন। ম্যাচ শেষে দর্শকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী অতিরিক্ত ট্রেন ছেড়ে যাবে রাত ৯:১৫, ১০:০০ ও ১০:১৫ মিনিটে। একইভাবে, মতিঝিল স্টেশন থেকেও উত্তরা উত্তরের দিকে তিনটি বিশেষ ট্রেন ছাড়বে রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিটে।

ম্যাচশেষে স্টেডিয়াম থেকে ফিরতে দর্শকদের যেন দুর্ভোগে না পড়তে হয়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকের (২২ জুলাই) বিশেষ ট্রেন পরিষেবা উপলক্ষে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত সব মেট্রোরেল স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই বাড়তি সময়সূচি শুধু আজকের ম্যাচদিনের জন্যই প্রযোজ্য।

সাধারণত প্রতিদিন রাত ৯টায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে দিনের শেষ মেট্রোরেল যাত্রা শুরু করে। তবে আজকের ম্যাচ শেষ করে যেন দর্শকরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন