জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত ২ দিনের রিমান্ডে


অ্যাননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জাকির হোসেন এই আদেশ দেন। কারাগার থেকে আদালতে হাজির করার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, ১০ জুলাই ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকে বন্ধক রাখা জমির মালিক হওয়ার আগেই ঋণগ্রহীতা সেটি নিজের নামে দেখিয়ে জমিটি বন্ধক দেন। জমিতে বাস্তবে কোনো স্থাপনা না থাকলেও ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৩ কোটি টাকার জমিকে ১৬৪ কোটির বেশি মূল্যায়ন করে ঋণ অনুমোদন দেওয়া হয়।
এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে মামলা করা হয়।
