শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি

    ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝুঁকিহীন এবং টেকসই ঋণ বিতরণে জোর দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক  (ইউসিবি)। এ ছাড়া অভ্যন্তরীণ প্রক্রিয়া ও মানবসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধি বাড়ানো, আমানত বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নতুন কৌশল ও পণ্য চালু করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।  

    ইউসিবির ব্যবসায়িক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সাভারের  বিসিডিএমে অনুষ্ঠিত এই সভায় ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।


    ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যবসায়িক পর্যালোচনা সভায় ইউসিবির ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ইউসিবির নিট আমানত বেড়েছে ৭ হাজার ৭৮৩ কোটি টাকা, যা ৬ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

    বর্তমানে ইউসিবির ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) ৮৭ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরের তুলনায় উন্নত। অনেক ব্যাংক যেখানে অতিরিক্ত ঋণ বিতরণের ফলে তারল্যসংকটে ভুগছে, ইউসিবি সেখানে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে।

    ব্যবসায়িক পর্যালোচনা সভায় ইউসিবির পরিচালনা পর্ষদ কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মতে, এই অর্জন ব্যাংকের কর্মদক্ষতা এবং গ্রাহকদের অবিচল আস্থার ফলাফল। ইউসিবি বর্তমানে দেশের অন্যতম স্থিতিশীল ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।  

    সভা শেষে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই সভা ইউসিবির ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নির্ধারণে এক মাইলফলক হিসেবে কাজ করবে। গ্রাহকদের আস্থা ও কর্মীদের দক্ষতায় ইউসিবি আগামী দিনেও দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ