অর্থ উপদেষ্টার মন্তব্য: দেশের উন্নয়নে প্রয়োজন রাজনৈতিক ঐক্য


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা।শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মত দেশের আর্থিক পরিস্থিতি কখনো এত সংকটাপন্ন হয়নি। অনেক ব্যাংক তাদের ৮০ শতাংশ অর্থ হারিয়েছে। আইএমএফ বলছে, ব্যাংক খাতের পুনর্গঠনে প্রয়োজন ১৮ বিলিয়ন ডলার, আর বিশ্বব্যাংকের অনুমান ৩৫ বিলিয়নের কাছাকাছি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের দিকনির্দেশনা দেবেন, আর রাজনৈতিক সরকার দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়ন করবে।
দৈএনকে/জে, আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন