বাঙালিদের হেনস্তার অভিযোগে মমতা, পাল্টা জবাবে মিঠুন


বিজেপি শাসিত ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ তুলে সম্প্রতি বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেছেন, বাংলাভাষীদের উপর হামলা বাড়ছে, এবং সে কারণে 'ভাষা আন্দোলনের' ডাকও দিয়েছেন তিনি। তবে তাঁর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মমতা ব্যানার্জির অভিযোগকে খারিজ করে বিজেপির এই সদস্য দাবি করেছেন, বাংলাভাষী ভারতীয়দের ওপর আক্রমণ হচ্ছে না বরং বাংলাদেশি চিহ্নিতকরণ করা হচ্ছে। যাকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী বলেন, এদের কাছে আর কোনো কিছু বলার নেই তাই এ ধরনের কথা বলছে। বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, না বাঙালদের নিয়ে কোনো সমস্যা আছে। এই যে একটা কথা এখন চলছে যে, বাঙালিদের মারছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে পুরোটাই মিথ্যা কথা।
শুধু বাংলাভাষীদের হেনস্থা নয় ভোটার তালিকার সংশোধন নিয়েও মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়িয়ে মিঠুন চক্রবর্তী বলেন, মমতা ব্যানার্জির এর বাইরে আর কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশন নিজের মতো কাজ করবে। কমিশন ঘেরাও হলে এসব ভোটারদের অবশ্যই বাদ দিতে হবে। তবে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে।
তৃণমূল কংগ্রেসের বেশ কিছু এমপি তার সঙ্গে যোগাযোগ করছে এই প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, তারা আমার বন্ধু, তারা সবাই আমার সঙ্গে কথা বলে। তারা কোন পার্টি করবে সেটা বলা ঠিক হবে না। মিঠুন চক্রবর্তী আরও জানান, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।
