চিলি ফিশ: সুস্বাদু এক ফিউশন ডিশ


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চিলি ফিশ হচ্ছে একটি জনপ্রিয় চাইনিজ-স্টাইলের ফিউশন খাবার, যা মাছপ্রেমীদের কাছে ভীষণ প্রিয়। এটি মূলত সস ও মশলার মিশেলে তৈরি একটি ঝাল-মিষ্টি স্বাদের পদ, যেখানে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় হালকা ভাজা বা ডিপ ফ্রাই করা মাছের টুকরো।
উপকরন
- ২জনের জন্য
- ২৫০গ্ৰাম ভেটকি ফিলে
- ১টেবিল চামচ আদা রসুন কাঁচালঙ্কা বাটা
- ১/২চা চামচ লেবুর রস
- ১/২চা চামচ আদা কুচি
- ১/২চা চামচ রসুন কুচি
- ২টো কাঁচালঙ্কা কুচি
- ২টো পেঁয়াজ
- ১/২ ক্যাপ্সিকাম
- ১টেবিল চামচ টমেটো চিলি সস
- ২টেবিল চামচ টমেটো কেচাপ
- ১চা চামচ সয়াসস
- ১/২চা চামচ ভিনিগার
- ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
- স্বাদমতো লবণ
- প্রয়োজন মতো তেল
রান্নার নির্দেশ সমূহ
- ভেটকি ফিলে ছোট ছোট পিস করে কেটে আদা রসুন কাঁচালঙ্কা বাটা,লেবুর রস, লবণ ও ১/২চা চামচ
- শুকনো কর্ণফ্লাওয়ার মাখিয়ে ভেজে তুলে নিন।
- তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি ও কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে কিউব করে কাটা ক্যাপ্সিকাম দিয়ে নেড়ে সব রকমের সস ও ভিনিগার দিয়ে মিশিয়ে জল ও লবণ দিন।
কিছুক্ষণ ফুটিয়ে মাছ দিয়ে ১/২চা চামচ কর্ণফ্লাওয়ার গোলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।
কিভাবে পরিবেশন করবেন
- চিলি ফিশ সাধারণত গরম গরম পরিবেশন করা হয়। এটি খাওয়া যায়:
- ফ্রায়েড রাইস বা ভেজিটেবল রাইসের সঙ্গে
- নুডলস বা চাউমিনের পাশে
এমনকি শুধু অ্যাপেটাইজার হিসেবেও পরিবেশন করা যায়
দৈএনকে/জে, আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন