রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি ওড়ার আগেই আগুন, ১৭৩ যাত্রী নিয়ে রক্ষা পেল যাত্রীবাহী বিমান
  • ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসন কেন্দ্র বাংলাদেশ কপিরাইট অফিস

    ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসন কেন্দ্র বাংলাদেশ কপিরাইট অফিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত সরকারের আমলে নানা অনিয়ম ও ক্ষমতার প্রভাব দেখিয়ে কপিরাইট অফিসকে কোনঠাসা করে রেখেছেন ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তার উদাহরণ তিনি বিসিএস ক্যাডারে ১৮ ব্যাচে পরিসংখ্যান ক্যাডারে যোগদান করেন।

    ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের ছাত্রলীগের সভাপতি থাকার কারণে এর প্রভাব খাটিয়ে পরিসংখ্যান ক্যাডার পরিবর্তন করে তিনি প্রশাসন ক্যাডারে উপসচিব হিসেবে পদোন্নতি নেন। উপসচিব হওয়ার পর তিনি রাজনীতির সাথে পুরো সক্রিয় হয়ে কাজ করেন। শেখ মুজিব ও খুনী হাসিনাকে নিয়ে কবিতা লেখা শুরু করেন। পাশাপাশি তিনি প্রতি তিন মাস পরপর শেখ মুজিবের মাজারে গিয়ে জিয়ারত করে আসতেন। তার গ্রামের বাড়ি পাবনা হওয়ার কারণে তিনি প্রতিনিয়ত ডেপুটি স্পীকার শামসুল ইসলাম টুকুর সাথে সবসময় দেখা করতেন। এমনকি সরকার পতনের পরও তিনি তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে তার নিজেন ফেসবুকে প্রতিনিয়ত শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতেন। সরকার পতনের পর তার ফেসবুক আইডি থেকে দ্রুত বিগত সরকার নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো ডিলেট করে দেন এবং তার ফেসবুক আইডি লক করে রাখেন যাতে করে কেউ ফেসবুকে ঢুকে কোন তথ্য নিতে না পারে।

    শুধু তাই না তিনি খুনী হাসিনা সরকারের দূর্নীতিবাজ সাবেক সংস্কৃতি সচিব খলিল আহমেদকে দিয়ে ডিও লেটার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে তদবির করে বাংলাদেশ কপিরাইট অফিসে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকর্তা-কর্মচারীকে তার আয়ত্বে নিয়ে কপিরাইট অফিসে বিভিন্ন অপকর্ম শুরু করেন। তার ভয়ে কেউ কোনপ্রকার অভিযোগ দিতে পারতো না। তার অনুচরের বিরুদ্ধে কোন অভিযোগ দাখিল হলে তিনি গোপনে অভিযোগের নথি বাতিল করে দিতেন। এমনকি খুনী হাসিনা সরকার থাকাকালীন কপিরাইট রেজিস্ট্রারকে কোন প্রকার মান্য না করে সাবেক সচিব খলিল আহমেদের হস্তক্ষেপে ডিডিও অর্থাৎ কপিরাইট অফিসের আয়ন-ব্যয়ন ক্ষমতা ফজলুল হক নিজের নিকট নিয়ে নেন। তারপর তার ইচ্ছামত কেনাকাটা শুরু করেন। পাশাপাশি আউটসোর্সিংয়ে তার মনমত লোক নিতেন।


    এমনকি একটি নিরীহ ছেলে ছাত্রদলের সাথে জড়িত থাকার কারণে সামান্য কারণ দেখিয়ে তাকে চাকুরী থেকে ছাটাই করে ফজলুল হক তার ভাগ্নেকে সেই পদে আসীন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কপিরাইট অফিসের কর্মকর্তা-কর্মচারী জানান যে, ফজলুল হক এ অফিসে আসার পর কপিরাইট অফিসের পরিবেশ দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। তার ভয়ে কেউ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে না। তৎকালীর রেজিস্ট্রার তার ভয়ে কোনঠাসা হয়ে থাকতেন। কারণ ইতোপূর্বে কপিরাইট অফিসের দূর্নীতি নিয়ে দুইজন কর্মকর্তা -কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন টিভি মিডিয়া ও পেপার পত্রিকায় খবর আসার পরও তিনি এগুলো তোয়াক্কা না করে তাদেরকে দিয়ে তার অপকর্মের রাজত্ব শুরু করেন। এমনকি কপিরাইট অফিসের রেজিস্ট্রেশন শাখার কিছু ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের অনুগামী কর্মকর্তা-কর্মচারীকে তার আয়ত্বে নিয়ে পুরো অফিসে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করেন। অন্যদিকে ভিন্ন রাজনীতিতে যারা বিশ্বাসী তাদের তিনি বিভিন্নভাবে হয়রানি করেন এবং হুমকি দেন যে তাদের চাকুরী তিনি খেয়ে ফেলবেন; এমনকি তাদের স্ত্রীদের বিধবা করবেন ও বাচ্চাদের এতিম করে দিবেন।

    ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি নিজেকে বৈষম্যের শিকার দেখিয়ে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি নিয়ে কপিরাইট অফিসের রেজিস্ট্রার হওয়ার জন্য বিভিন্ন মহলে জোর তদবির করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কপিরাইট অফিসের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী জানান যে, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক যদি কপিরাইট অফিসের রেজিস্ট্রার হয়ে আসেন তাহলে বাংলাদেশের একমাত্র সৃজনশীল অফিস হিসেবে কপিরাইট অফিসের সুনাম ক্ষুন্ন হবে এবং অফিসে প্রতিনিয়ত বিশৃংখলার সৃষ্টি হবে। তাই এরকম ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসরকে দ্রুত কপিরাইট অফিস থেকে অন্যত্র অপসারন করার অনুরোধ জানান।

    অভিযোগের বিষয়ে কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন সাড়া পাওয়া যায়নি।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: