দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী


কংগ্রেসের সাংসদ ও সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধীকে পেটের অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কংগ্রেসের সংসদীয় দলনেতা সোনিয়া গান্ধী পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ জুন) রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই জানিয়েছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে ভর্তি সোনিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোনিয়ার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
এর আগেও সোনিয়া গান্ধী চিকিৎসাধীন ছিলেন। গত ৭ জুন হিমাচল প্রদেশের শিমলায় শারীরিক অস্থিরতা অনুভব করায় তাকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় রুটিন চেকআপের জন্য চিকিৎসকরা পর্যবেক্ষণ করলেও তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
ফেব্রুয়ারিতে দিল্লির আরেক হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনীতিকের ২০১১ সালে ক্যান্সার অস্ত্রোপচার এবং ২০২২ সালে দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।
