বিমান দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা সিমলা


“এমন ভয়াবহ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। যারা প্রাণ হারিয়েছেন, তারা কারও বাবা, মা, ভাই কিংবা বোন। এই শোক কারও একার নয়—এটা আমাদের সবার। আমার নিজেরও কষ্টে দম বন্ধ হয়ে আসছে।” এভাবেই বিমর্ষ কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করলেন চিত্রনায়িকা সিমলা।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিমান দুর্ঘটনার প্রসঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সিমলা বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গভীর সমবেদনা জানাই। সরকারের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া—যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।”
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবন ও বিমানটিতে। এ ঘটনায় প্রাণহানিসহ বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন, যা সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিমানের ওই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের বহু তারকাও।
দৈএনকে/জে, আ
