মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

কলম্বোয় কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

কলম্বোয় কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, বুধবার (২ জুলাই)। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সিরিজ শুরুর আগে প্রস্তুতি সেরে নিতে সোমবার থেকেই ম্যাচ ভেন্যুতে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। তবে তার নেতৃত্ব পাওয়াকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। বিশেষ করে, নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্ব না পাওয়া এবং টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ নিয়ে সমালোচনা থামেনি এখনো। সিরিজের প্রথম ম্যাচের আগে, আজ সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করবে বাংলাদেশ দল।

অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-০ ব্যবধানে জেতা সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ইতোমধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাঈম, যিনি প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন।

সিরিজের সূচি অনুযায়ী, ২ জুলাই কলম্বোতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ৫ জুলাই হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই, পাল্লেকেলেতে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ