মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস

বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচটি। অন্যদিকে, আগামী বুধবার (২ জুলাই) সকাল ৭টায় জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড মাঠে নামবে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে।

তবে খেলার উত্তাপের পাশাপাশি আরেকটি বিষয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে—মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া। বিশেষ করে ইউরোপীয় ক্লাবগুলোর জন্য এই আবহাওয়ায় খেলা মানসিক ও শারীরিকভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই মাঠের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রভাবও ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে হাইভোল্টেজ এক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল—রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। অন্যদিকে, ২ জুলাই (বুধবার) সকাল ৭টায় মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড, তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরে।

তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের চরম গরম ও অনিশ্চিত আবহাওয়া। ইউরোপীয় দলগুলোর জন্য এটি হয়ে উঠেছে বড় এক চ্যালেঞ্জ।

রিয়াল মাদ্রিদ তাদের প্রস্তুতি সারছে ফ্লোরিডার পাম বিচ গার্ডেনে। দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও সদ্যদলভুক্ত কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি কাটিয়ে দীর্ঘ আট মাস পর ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালও। তবে কোচ জাভি আলোনসো এখনই তাকে একাদশে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেননি। একই অবস্থা এমবাপ্পেকে নিয়েও—ঝুঁকি নিতে চান না আলোনসো।

আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়ে সরব রিয়ালের ডিফেন্ডার কারভাহাল বলেন, “এই কন্ডিশনে খেলা সত্যিই কঠিন। আমরা চেলসির ম্যাচ দেখেছি, যেখানে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ ছিল। এভাবে চললে টুর্নামেন্টের গতি হারিয়ে যাবে। সময়মতো ম্যাচ শেষ করার নিয়ম থাকা দরকার।”

এদিকে একই দুশ্চিন্তা ঘিরে আছে বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যেও। কোচ নিকো কোভাচ জানান, “এই গরম ইউরোপীয় দলের জন্য বিরাট বাধা। মাঠে পানি দিলে শুরুতে কিছুটা স্বস্তি আসে, কিন্তু পরে মনে হয় পানির ভেতরে বল চালাচ্ছি।”

শুধু আবহাওয়া নয়, ডর্টমুন্ড ভুগছে ইনজুরি সমস্যায়ও। ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে কব্জির হাড় ভেঙে গেছে মিডফিল্ডার হুলিয়ান ব্রান্টের। মন্টেরে বিপক্ষে তার না খেলা একরকম নিশ্চিত।

সব মিলিয়ে, প্রতিপক্ষের চাপ, গরমের দাপট আর ইনজুরির দুশ্চিন্তা—সবই মিলে ক্লাব বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ