মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগস্টে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার কথা ছিল ভারতের। বিসিসিআইয়ের অনুমোদন নিয়ে সিরিজের সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সেই সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে না— এটা এখন নিশ্চিত।

দ্বিপক্ষীয় সিরিজটি আপাতত স্থগিতের পথে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজটি পেছানোর অনুরোধ জানিয়েছে। বিকল্প সময় হিসেবে সামনে আসছে দুটি সম্ভাব্য সময়— চলতি বছরের নভেম্বর কিংবা আগামী বছরের কোনো সময়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা খুবই কম। বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ক্রিকেট পরিচালনা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে নতুন সূচি নির্ধারণের।

আগস্টের ১৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে গুঞ্জন রয়েছে, নিরাপত্তাজনিত কারণে সফরটি বাতিল করা হয়েছে। যদিও এ বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা বলিনি যে আগস্ট বা সেপ্টেম্বরেই সিরিজটা করতে হবে। আলোচনা হচ্ছে কীভাবে এবং কখন এটি আয়োজন করা যায়। এখন না পারলে আমরা পরে অন্য কোনো সময় সিরিজটি আয়োজন করব।”
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ