ক্লাব বিশ্বকাপে সিটির বিপক্ষে চমক, শেষ আটে আল হিলাল


ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে নজরকাড়া জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। শেষ ষোলোতে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। এই জয়ের মাধ্যমে আল হিলাল জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
শুরু থেকেই জমজমাট লড়াইয়ে পরিণত হয়েছিল ম্যাচটি। গোলের লড়াই চলেছে নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত। শেষ পর্যন্ত দাপুটে দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ের পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয় সৌদি ক্লাব আল হিলাল। দলটির কোচ সিমন ইনজাঘি, যিনি ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছিলেন, আবারও প্রমাণ করেছেন— ফুটবলে কোচের প্রভাব কতটা গভীর।
ম্যাচে আল হিলালের হয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো করেন জোড়া গোল। রাইট উইঙ্গার ম্যালকম একটি গোল করেন, আর রেনান লোদি উইং ব্যাক পজিশনে ছিলেন দারুণ কার্যকর।
মঙ্গলবার সকালে অর্ল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। সেই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আল হিলালকে সমতায় ফেরান লিওনার্দো, যিনি সান্তোস ও বেনফিকায় খেলার পর এখন খেলছেন সৌদি ক্লাবে।
এর কিছুক্ষণ পরই ম্যালকমের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল হিলাল। ৫২ মিনিটে সাবেক বার্সা ফরোয়ার্ড বল পাঠান জালে। তবে মাত্র তিন মিনিট পরই সিটির হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান আর্লিং হালান্ড। ২-২ অবস্থায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে।
সেই সময়েই হেড থেকে দারুণ এক গোল করেন কালিদো কাউলিবালি, যিনি আগে চেলসিতে খেলেছেন। আল হিলালকে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। তবে ফিল ফোডেন আল হিলালের সেই স্বপ্ন ভেঙে দেন ১০৪ মিনিটে, রায়ান ছের্কির দুর্দান্ত এক পাস থেকে গোল করে।
তবুও নাটকীয়তার শেষ হয়নি। ১১২ মিনিটে মার্কোস লিওনার্দোর দ্বিতীয় গোল ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আল হিলাল, আর বিদায় নেয় পেপ গার্দিওলার দল।
