অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ


২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি খেলবে নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্স। এছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের কয়েকটি দলসহ মোট ১১টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাকি অংশগ্রহণকারী দলগুলোর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসর, যেখানে টানা তৃতীয়বারের মতো খেলবে পাকিস্তান শাহীন্স (এ দল)। এদিকে বাংলাদেশ ‘এ’ দল এবার টুর্নামেন্টে ফিরছে ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে পরাজয়ের স্মৃতি নিয়ে। আসন্ন ১৪ আগস্ট, এই দুই শক্তিশালী দল মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে, যা টুর্নামেন্টের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে তুলবে।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি জানান, “পাকিস্তান ও বাংলাদেশকে আবার ডারউইনে স্বাগত জানাতে পারা আমাদের জন্য সম্মানের। এই টুর্নামেন্ট শুধু খেলার সুযোগ নয়, বরং নর্দার্ন টেরিটরিকে পর্যটন, শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য আকর্ষণীয় করে তোলার একটি কৌশলগত উদ্যোগ। পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের মতো জনবহুল দেশের অংশগ্রহণে এই ইভেন্ট আন্তর্জাতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।”
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ডারউইনে আবার ফিরে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অস্ট্রেলিয়ার পরিবেশ ও কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটি আমরা একটি বড় সুযোগ হিসেবে দেখছি, যেখানে তারা নিজেদের প্রমাণ করতে পারবে।”
