উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের প্রতারণা : তিন প্রতারক আটক


বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫), তার সহযোগী লাকী আক্তার (৪০) এবং অফিস কর্মচারী নাছির সিকদার (২১)-কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে ভুক্তভোগীরা প্রথমে তাদের আটক করে। পরে পুলিশ এসে তিনজনকেই থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে মানুষদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের দাবি, এ পর্যন্ত প্রায় ৩০০ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজের ব্যবস্থা করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করেছে।
ভুক্তভোগী মো. রাজা জানান, “আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে। এখন না বিদেশে পাঠায়, না টাকাও ফেরত দেয়। প্রতারণার শিকার আমরা প্রায় ৩০ জন থানায় এসেছি, আমি নিজে বাদী হয়ে মামলা দিচ্ছি।”
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় উত্তরা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণকে এমন ভুয়া এজেন্সি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
