যুবদল নেতাকে ভিআইপি রুম না দেওয়ায় নারীদের ওপর হামলা


রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে ভিআইপি রুম না পাওয়ায় দুই নারীকে মারধর ও হোটেল ভাঙচুরের ঘটনায় আলোচিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বনানী থানার আহ্বায়ক মনির হোসেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে তার নেতৃত্বে সংঘটিত এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে মনির হোসেন জাকারিয়া হোটেলে এসে একটি ভিআইপি কক্ষ দাবি করেন। কিন্তু সব রুম পূর্বেই বুকড থাকায় তাকে কক্ষ দিতে অপারগতা প্রকাশ করা হয়। এরপর তিনি হোটেলের বারে বসে খাবার খান ও মদ্যপান করেন। বিল পরিশোধের সময় স্থানীয় নেতা পরিচয় দিয়ে ছাড় চাইলেও হোটেল কর্তৃপক্ষ তাকে নিয়মমাফিক ডিসকাউন্ট দেয়। এরপর ক্ষুব্ধ হয়ে তিনি হোটেল কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
পরদিন রাতেই মনিরের নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলে ঢুকে দুটি নারীর ওপর হামলা চালায় এবং হোটেলে ভাঙচুর শুরু করে। হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় এক ব্যক্তি তাকে ধাক্কা দেন, ফলে তিনি পড়ে যান। তার পেছনে থাকা আরেক নারীকেও ধাওয়া করে নিচে ফেলে দেওয়া হয়। এরপর হামলাকারীরা একযোগে দুই নারীর ওপর হামলা চালায়। ভিডিওতে ৮–১০ জনকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।
হোটেলের সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বনানী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, হামলাকারীরা ১০ লাখ টাকার সম্পত্তি ভাঙচুর করে এবং নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার চুরি করে নিয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, হামলার ঘটনায় মনির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক জনরোষ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এন কে/বিএইচ
