জুলাই প্রদর্শনীর সময় শাহবাগে ককটেল বিস্ফোরণ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ চলাকালে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, রাত আনুমানিক ৮টার দিকে শাহবাগ মোড়ে যখন জুলাই প্রদর্শনী চলছিল, তখন হঠাৎ দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, “রাত আটটার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
এর আগে, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। উল্লেখযোগ্যভাবে, একই স্থানে কিছু দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।
এনসিপি নেতারা ধারাবাহিক এসব ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এন কে/বিএইচ
