শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে: নাহিদ ইসলাম সরকারি চাকরি অধ্যাদেশে বড় পরিবর্তন: অপসারণ নয়, বাধ্যতামূলক অবসর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৪, কেউ মারা যাননি ‘বিগ বিউটিফুল বিল’ পাস, বড় জয় ট্রাম্পের অতীতে সনাতনধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছে, কোন বিচার পায়নি : নাহিদ ইসলাম ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? - ডা. শফিকুর রহমান কুমিল্লার মিষ্টি মারিয়ার বিতর্কিত উত্থান: কোটি টাকার সম্পদের মালিক! এক লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া ফের শুরু
  • করোনা টেস্টের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ

    করোনা টেস্টের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদফতর বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করা যাবে ৫০০ টাকায় এবং আরটিপিসিআর (RT-PCR) টেস্টের খরচ নির্ধারিত হয়েছে ২ হাজার টাকা। এর আগে আরটিপিসিআর পরীক্ষার ফি ছিল ৩ হাজার টাকা।

    বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।

    নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত চব্বিশ ঘন্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

    চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন