শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে: নাহিদ ইসলাম সরকারি চাকরি অধ্যাদেশে বড় পরিবর্তন: অপসারণ নয়, বাধ্যতামূলক অবসর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৪, কেউ মারা যাননি ‘বিগ বিউটিফুল বিল’ পাস, বড় জয় ট্রাম্পের অতীতে সনাতনধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছে, কোন বিচার পায়নি : নাহিদ ইসলাম ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? - ডা. শফিকুর রহমান কুমিল্লার মিষ্টি মারিয়ার বিতর্কিত উত্থান: কোটি টাকার সম্পদের মালিক! এক লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া ফের শুরু
  • পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো সড়ক দুর্ঘটনায় নিহত

    পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো সড়ক দুর্ঘটনায় নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পেনের সড়কে প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার ও লিভারপুল ফরোয়ার্ড ডিয়োগো জোতা। স্থানীয় সময় বুধবার সকালে স্পেনের জামোরা অঞ্চলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী এই ফুটবলার নিহত হন। তার সঙ্গে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই আন্দ্রে সিলভা।

    হিমালয়ের মতো পারফরম্যান্সের ফুটবল ক্যারিয়ারে সদ্য প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তোলার আনন্দ পেরিয়েই পরিবারে শুরু হয়েছিল আরেকটি নতুন অধ্যায়। মাত্র দুই সপ্তাহ আগে জীবনের সঙ্গী রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোতা। কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলোই যেন এক মুহূর্তে থমকে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে।

    স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশের আজ সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতা। জানা গেছে, এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পড়লে সেখানেই মারা যান জোতা।

    ১৯৯৬ সালে পর্তুগালের পোর্তোতে জন্মগ্রহণ করেন জোতা। গোন্ডোমার ক্লাবে তার ফুটবলের হাতেখড়ি। পাসকো দি ফেরেইরা ক্লাবে শুরু পেশাদার ক্যারিয়ারের।

    এরপর এফসি পোর্তো, উলভস ঘুরে ২০২০ সালে জোতা আসেন লিভারপুলে। গত মৌসুম পর্যন্ত এখানেই ছিলেন জোতা। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি। লিভারপুলের হয়ে জোতা জিতেছেন একটি লিগ শিরোপা ও এফ এ কাপ।

    ২০১৯ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল জোতার। জাতীয় দলের হয়ে এই ফরোয়ার্ড করেছেন ৪৯ ম্যাচে ১৪ গোল। জাতীয় দলের হয়ে ২০১৮-১৯ মৌসুম ও ২০২৪-২৫ মৌসুমে দুইবার নেশনস লীগের শিরোপা জিতেছেন তিনি।

    স্প্যানিশ পুলিশ সূত্রে জানা যায়, জোতা ও তার ভাই একটি ল্যাম্বরগিনি গাড়িতে ভ্রমণ করছিলেন। হঠাৎ করেই গাড়ির একটি টায়ার বিস্ফোরিত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

    ডিয়োগো জোতার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। লিভারপুল, উয়েফা ও পর্তুগাল ফুটবল ফেডারেশনসহ নানা ক্রীড়া সংগঠন ও তারকা খেলোয়াড়রা শোক প্রকাশ করেছেন। লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীর শোকাহত। আমরা একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং দুর্দান্ত একজন মানুষকে হারিয়েছি।”

    পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ড সম্প্রতি দেশের হয়ে ইউরোপিয়ান নেশনস লিগ জিতেছিলেন। ক্লাব ক্যারিয়ারে লিভারপুলের হয়ে ৬৫ গোল করার পাশাপাশি তার ঝুলিতে ছিল চারটি বড় ট্রফি। মাঠে তার আগ্রাসী খেলা আর নির্ভরযোগ্য গোলস্কোরিং সামর্থ্য তাঁকে করে তুলেছিল ক্লাব ও দেশের নির্ভরতার প্রতীক।

    ফুটবলজগতে প্রতিক্রিয়া
    ক্রিশ্চিয়ানো রোনালদো এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা একজন ভাইকে হারালাম।”
    জেমি কারাগার ও গ্যারি নেভিলসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও তাদের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

    ডিয়োগো জোতা শুধু একজন ফুটবলার ছিলেন না—তিনি ছিলেন একজন সংগ্রামী, যিনি পরিবার, ক্লাব এবং দেশের জন্য একনিষ্ঠভাবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তার এই অকাল প্রয়াণ ফুটবল জগতে একটি অপূরণীয় ক্ষতি।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন