জোটার চলে যাওয়ায় গভীর শোক জানালেন রোনালদো


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ফুটবল মাঠে যাদের সঙ্গে একসঙ্গে ছুটে চলা, বিজয়ের আনন্দ ভাগাভাগি, ট্রফি জয়ের উল্লাস—এক সময় সেই সম্পর্কই থেমে যায় নিঃসঙ্গ বিদায়ের করুণ সীমানায়। এবার এমনই এক হৃদয়বিদারক বিদায়ের মুখোমুখি হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিয়েগো জোটার আকস্মিক মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত রোনালদো। তিনি একটি আবেগময় বার্তায় শোক প্রকাশ করেছেন, যেখানে শুধু একজন সতীর্থকে হারানোর নয়, বরং এক বন্ধুত্ব, স্মৃতি আর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ হওয়ার ব্যথা ফুটে উঠেছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) স্পেনের জামোরা প্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই নিভে যায় দুটি প্রতিভাময় জীবন।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন