ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না


শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স উপস্থিত থাকছেন না। ব্যক্তিগত কারণে তিনি দু’দিনের ছুটিতে যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিম ম্যানেজার নাফিজ ইকবাল জানান, “ফিল সিমন্স (৪ জুলাই) শুক্রবার যুক্তরাজ্যে যাচ্ছেন এবং ৭ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে তার চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।”
বিসিবি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সিমন্সের চিকিৎসকের কাছে যাওয়ার পরিকল্পনা থাকলেও টুর্নামেন্টের কারণে তা পিছিয়ে যায়। এবার আর দেরি না করে প্রয়োজনীয় পরামর্শ নিতে ছুটি নিয়েছেন তিনি।
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং কোচ ফিল সিমন্স বর্তমানে ইংল্যান্ডে পরিবার নিয়ে বসবাস করেন। সেখানে থেকেই তিনি চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই মাঠে গড়াবে, যেখানে দলের সঙ্গে ফিরবেন সিমন্স।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুলাই। তবে ওই ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাজ্যে দু’দিনের সফরে যাচ্ছেন। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগেই দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন তিনি। শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় একজন চিকিৎসকের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল সিমন্সের। যদিও ব্যস্ত সূচির কারণে সে সময় নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয় তাকে। এরপরও তিনি কিছুটা সময় নিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নির্ধারিত সময় না পাওয়ায় অবশেষে দু’দিনের ছুটি নিতে বাধ্য হয়েছেন।
সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ফিল সিমন্স বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন, সেখানেই রয়েছে তার পরিবার। এবার ছুটির এই সময়টাতে তিনি পরিবারের সঙ্গেও সময় কাটাবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন।
