বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

শেষ ম্যাচে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ: জাকের আলী

শেষ ম্যাচে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ: জাকের আলী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী। চাপের মুখে ৪৮ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেলে তিনি দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর এনে দেন।

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পুরো দল গুটিয়ে যায় ১৩৩ রানে। তবে জাকেরের দৃঢ় ব্যাটিংয়ের কল্যাণে লড়াই করার মতো রান তোলে স্বাগতিকরা। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী জাকের আলী জানালেন, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই এখন বাংলাদেশের লক্ষ্য। তিনি বলেন, “আমরা শেষ ম্যাচেও জয়ের জন্যই নামব। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আমরা কোনো ছাড় দিতে চাই না। পাকিস্তান ভালো লড়াই করেছে, কিন্তু আমাদের চোখ এখন টানা চার জয় অর্জনের দিকে।”

তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি যোগ করেন, “হ্যাঁ, আমাদের লক্ষ্য পরিষ্কার—হোয়াইটওয়াশ। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, প্রক্রিয়ার মধ্যেই থাকতে চাই।”

নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেন, “আমি যেভাবে অনুশীলন করি, চেষ্টা করেছি সেটার প্রতিফলন ঘটাতে। ব্যাটিং টেকনিকে কিছু পরিবর্তন এনেছি, সেটাই কাজে দিয়েছে। আমার কাছে ম্যাচ জেতানো ইনিংসই সবচেয়ে মূল্যবান। ভালো খেলেও যদি দল না জেতে, তাহলে সেটা আমার কাছে অর্থহীন।”

জাকের আরও জানান, ম্যাচের আগে থেকেই ব্যাটিং অর্ডার সম্পর্কে ধারণা ছিল তার। “আমি জানতাম আজ উপরের দিকে ব্যাটিংয়ে নামতে হবে, মানসিকভাবে প্রস্তুত ছিলাম। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাঁচ নম্বরে খেলেছি, তাই ভূমিকা সম্পর্কে ধারণা ছিল।”

এছাড়া দলের বোলারদের প্রশংসা করে জাকের বলেন, “আমাদের বোলাররা দারুণ বল করেছে। তারা নিজেদের পরিকল্পনায় স্থির ছিল এবং কোচিং স্টাফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের পরিকল্পনা মাঠে ভালোভাবে কাজে দিচ্ছে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন