রিয়ালের কিংবদন্তি জার্সি এবার এমবাপ্পের দখলে


রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের অভিষেক মৌসুমটা ছিল অসাধারণ। যদিও তিনি ক্লাবকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি, তবে ৪৪ গোল করে ঝুলিতে তুলেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট। নতুন মৌসুম শুরুর আগে এবার আরও এক বিশেষ সম্মান পেতে যাচ্ছেন এই ফরাসি তারকা—রিয়ালের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচের জায়গায় ১০ নম্বর জার্সি পরবেন। গত মৌসুমে তিনি মাঠে নেমেছিলেন ৯ নম্বর জার্সি পরে, যা এক সময় করিম বেনজেমার সঙ্গী ছিল। তবে ফ্রান্স জাতীয় দলে দীর্ঘদিন ধরেই এমবাপ্পের সঙ্গে জড়িয়ে আছে ১০ নম্বর জার্সির পরিচিতি, আর এবার সেই নম্বরই ক্লাবেও হয়ে উঠবে তার নতুন পরিচয়।
লুকা মদ্রিচ চলতি গ্রীষ্মে রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন এসি মিলানে। তার বিদায়ের পর ১০ নম্বর জার্সি খালি হয়ে যায়, যা এমবাপ্পের জন্য মানসিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ, মোনাকো থেকেই তিনি এই নম্বরের প্রতি ভালোবাসা পোষণ করে আসছেন।
গত মৌসুমে 'এমবাপ্পে ৯' লেখা জার্সি রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল। এবার নতুন করে 'এমবাপ্পে ১০' জার্সি বাজারে ছাড়লে ফের জার্সি বিক্রিতে চাঙ্গাভাব দেখা যাবে বলে ধারণা ক্লাব কর্তৃপক্ষের। এটি এমবাপ্পের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।
এমবাপ্পে বর্তমানে ছুটিতে আছেন। ৪ আগস্ট দলের অনুশীলনে ফিরবেন এবং আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রথম লা লিগা ম্যাচে মাঠে নামবেন বলে জানা গেছে।
এখন প্রশ্ন—১০ নম্বর জার্সিতে কি আরও উজ্জ্বল হবেন এমবাপ্পে? সময়ই দেবে সেই উত্তর।
