বাংলাদেশের কাছে সিরিজ হার, কী বললেন রমিজ রাজা?


বাংলাদেশে এসে এক সময় স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। তবে এবার তাদেরই ঘরের মাঠে পাল্টে গেছে চিত্র। টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারিয়েছে বাবর আজমের দল। কঠিন কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ধারাভাষ্যকার রমিজ রাজা। একই সঙ্গে পাকিস্তান দলের দুর্বলতাগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।
রমিজের মতে, এই সিরিজে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ও ম্যাচ পরিস্থিতি পড়ার দক্ষতাই পার্থক্য গড়ে দিয়েছে। পাকিস্তান যেখানে অসংলগ্ন ও ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা হারিয়েছে, সেখানে বাংলাদেশ নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয়েছে বলেই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সফরে পাকিস্তান দলের সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ চলমান সিরিজ নিয়ে বিশ্লেষণ করছেন নিয়মিত।
সাম্প্রতিক এক ভিডিওতে রমিজ বাংলাদেশের প্রশংসা করে বলেন, “পাকিস্তান ম্যাচ হেরেছে, সিরিজও গেছে। বাংলাদেশকে অভিনন্দন জানাতে হয়—তারা আবারও প্রমাণ করেছে, কঠিন কন্ডিশনে কিভাবে ব্যাট ও বল হাতে ভালো করতে হয়। যদিও শেষ দিকে কিছু ক্যাচ মিস করেছে তারা, তবে চাপের ম্যাচে এমন হতেই পারে। ফাহিম আশরাফ টিকে থাকলে ফল হয়তো ভিন্ন হতো, কিন্তু পাকিস্তান নিজেরাই ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তুলেছিল।”
বাংলাদেশের জয়ের পেছনে দলীয় আত্মবিশ্বাস এবং ঘরের মাঠের আবহকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন রমিজ। বিশেষভাবে প্রশংসা করেছেন জাকের আলীর দৃঢ় ব্যাটিংয়ের। তার ভাষায়, “বাংলাদেশের আত্মবিশ্বাস, দর্শকদের সমর্থন এবং জাকের আলীর মতো খেলোয়াড়দের পারফরম্যান্স দলটিকে এগিয়ে রেখেছে। পাকিস্তান সিরিজে ফেবারিট ছিল, কারণ ঘরের মাঠে তারা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। কিন্তু এবার বাংলাদেশ মাঠে নিজেদের শক্তি দিয়ে দারুণভাবে জবাব দিয়েছে।”
পাকিস্তান দলের দুর্বলতা নিয়েও কথা বলেছেন রমিজ। বিশেষ করে টাফ কন্ডিশনে খেলার জন্য স্পেশালিস্ট বোলারের অভাবকে দায়ী করেন তিনি। বলেন, ‘আজ (গতকাল) পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। আর এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার— কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদেরই দরকার হয়।’
রমিজ আরও বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা—সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’
