আইসিসি র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ এখন বিশ্বসেরা দশে


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান পেলেন দারুণ এক স্বীকৃতি। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিংয়ের পুরস্কারস্বরূপ আইসিসির হালনাগাদ বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ‘দ্য ফিজ’। নতুন তালিকায় ১৭ ধাপ এগিয়ে মোস্তাফিজ উঠে এসেছেন বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের মধ্যে, অবস্থান এখন ১০ নম্বরে।
মোস্তাফিজের রেটিং পয়েন্ট এখন ৬৫৩, ঠিক একই রেটিং রয়েছে ভারতের পেসার আর্শদীপ সিংয়েরও। ফলে দুজনই বর্তমানে যৌথভাবে ১০ নম্বরে অবস্থান করছেন।
প্রসঙ্গত, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট—টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপটে বোলিংয়ের নজির এটি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন নিয়ন্ত্রিত। সেখানে ৩.২ ওভারে ১৫ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। তার এই ধারাবাহিক পারফরম্যান্সেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
এদিকে, আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শেখ মেহেদী হাসানও। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ৯ ধাপ, অবস্থান এখন ১৬ নম্বরে।
জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে ৬ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ক্যারিয়ারসেরা ৬৭০ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। তিনি এগিয়েছেন ৪ ধাপ। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এগিয়েছেন ৩ ধাপ, এখন তিনি ২৩ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলেন রোস্টন চেজ। তার পুরস্কারস্বরূপ ৭ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৮ নম্বরে।
