বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

৩ সবজিতেই দূর হবে চোখের নিচে কালো দাগ 

৩ সবজিতেই দূর হবে চোখের নিচে কালো দাগ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌন্দর্যের প্রায় অর্ধেক অংশই নির্ভর করে চোখে। কিন্তু চোখের নিচে কালো দাগ আপনার সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়। জানেন কি, তিনটি সবজিতে এ সমস্যার দ্রুত সমাধান করা যায়?

বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের কালো ও ফোলা ভাব মূলত মানসিক চাপ ও অবসাদের একটি অন্যতম লক্ষণ। চোখের নিচে কালো দাগ ও ফোলা ভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে। এতে অল্প বয়সীদেরও আরও বেশি বয়স্কও দেখায়।

রূপ বিশেষজ্ঞরা বলছেন, চোখের ক্লান্তি দূর করার পাশাপাশি এর কালো দাগ আর ফোলা ভাব দূর করতে পারে তিনটি সবজি। কী সেই তিন সবজি? জেনে নেওয়া যাক౼

শসার রস 

শসা ব্যবহারে চোখে আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে দীপ্তিময় করে তোলে। শসা স্লাইস করে কেটে কিংবা রস করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চোখের ওপর শসার স্লাইস বা শসার রসের বরফ ১৫ থেকে ২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস 

আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলা ভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। দিনের শেষে আলুর রস তুলার সাহায্যে চোখের ওপর মালিশ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটোর রস 

টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে। টমেটোর রসের চোখের চারপাশে লাগান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত তিন উপাদানের ব্যবহারে এক সপ্তাহেই ভালো ফলাফল পাবেন বলে জানিয়েছেন রূপ বিশেষজ্ঞরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন